শ্রীলংকায় হোস্টেলে ব্রিটিশ ও জার্মান নারীদের রহস্যজনক মৃত্যু

শ্রীলংকায় হোস্টেলে ব্রিটিশ ও জার্মান নারীদের রহস্যজনক মৃত্যু
শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি হোস্টেলে দুই বিদেশি নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে, ৩০ জানুয়ারি তাদের রুমে ছেটানো কীটনাশকের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ তদন্ত করছে, যাতে নিশ্চিত হওয়া যায় এই কীটনাশক তাদের অসুস্থতার কারণ ছিল কিনা। পুলিশ জানায়, ২৪ বছর বয়সী ব্রিটিশ নাগরিক এবনি মেকিনটোশ এবং ২৬ বছর বয়সী জার্মান নাগরিকের মৃত্যু ঘটেছে। মেকিনটোশ হাসপাতালে ভর্তি হওয়ার পর ১ ফেব্রুয়ারি মারা যান, এবং জার্মান নারী কিছুটা পরে মারা যান। মেকিনটোশের পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে তার বমি এবং শ্বাসকষ্ট ছিল। এবনি মেকিনটোশের পরিবার তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তহবিল সংগ্রহ করছে। তদন্তকারী কর্মকর্তারা সুরক্ষা ব্যবস্থা ও কীটনাশক ব্যবহারের সাথে তার মৃত্যুর সম্পর্ক খতিয়ে দেখছেন।